কুড়িগ্রামে শীতের তীব্রতা সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৫ ডিগ্রি

 কুড়িগ্রামে শীতের তীব্রতায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গুড়ি গুড়ি বৃষ্টির মতো করে পড়ছে শীত। এতে করে চারদিকে অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ছে।

শীত আর কুয়াশায় কর্মজীবী মানুষের দুভোর্গ বেড়েছে। আজ শুক্রবার কুয়াশাচ্ছন্ন সকাল থেকে সূর্যের দেখা মিলছেনা। ঠান্ডা বাতাসে বিপাকে পড়েছে চরাঞ্চলবাসীসহ খেটে খাওয়া মানুষজন। এতে করে রাস্তা-ঘাটে মানুষের উপস্থিতি কমে গেছে। শীত বৃদ্ধি পাওয়ায় বৃদ্ধ-শিশুরা শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে।

রাজারহাট আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষক সুবল চন্দ্র সরকার জানান. আজ সকালে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। চলতি মাসে তাপমাত্রা আরো কমতে পারে বলে জানান তিনি বিস্তারিত >>

 

Comments